| গুরু প্রণাম মন্ত্র |
গুরু প্রণাম মন্ত্র - ১
ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
শুদ্ধ সংস্কৃত উচ্চারণ :
অউম অখণ্ড মণ্ডল-আকারম, বিয়াপ্-তম ইয়েন চরাচরম।
তৎ-পদম দরশিতম ইয়েন তছ-ম-এ শ্রীগুরবে নমহ।।
সরলর্থ : অখণ্ড-মণ্ডলাকার এই বিশ্বচরাচরে যিনি পরিব্যাপ্ত হইয়া রহিয়াছেন, তাহার শ্রীপাদপদ্ম যিনি
দর্শন করাইয়া দেন, সেই শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি।
গুরু প্রণাম মন্ত্র - ২
ওঁ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ।
গুরুরেব পরংব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ ।।
শুদ্ধ সংস্কৃত উচ্চারণ :
ওঁ গুরুঃ ব্রহ্মা গুরুঃ বিষ্ণু গুরুঃ দেব মহেশুঅরহ।
গুরু রেব পরম ব্রহ্ম তছ্-ম-এ শ্রী গুরুবে নমহ ।।
সরলর্থ : শ্রীগুরুদেবই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুদেবই মহেশ্বর। শ্রীগুরুদেবই পরব্রহ্ম স্বরূপ; সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
গুরু প্রণাম মন্ত্র- ৩
ওঁ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ।।
শুদ্ধ সংস্কৃত উচ্চারণ :
অজ্ঞানও তিমির-অন্ধছিঅ জ্ঞান-অনজন শলাকয়া।
চক্-ষুর উন্-মীলিতম যেন তছ্-ম-এ শ্রী গুরুবে নমহ ।।
গুরু প্রণাম মন্ত্র- ৪
ধ্যানমূলং গুরোমূর্ত্তিঃ পূজামূলং গুরোঃ পদম্।
মন্ত্রমূলং গুরোর্বাক্যং মোক্ষমূলং গুরোঃ কৃপা।।
শুদ্ধ সংস্কৃত উচ্চারণ :
ধিয়ানও মূলম গুরো মূঃত্তিহি, পূজা মূলম গুরোহ পদম্।
মন্ত্র মূলম গুরোঃ বাকইয়ম মোকষ মূলম গুরোহ কৃপা।।
সরলর্থ : শ্রীগুরুমূর্ত্তিই সর্ব্বদা ধ্যান করা কর্ত্তব্য, শ্রীগুরুদেবের শ্রীপাদপদ্মই সর্ব্বদা পূজা করা উচিত, শ্রীগুরুদেবের বাক্যই মন্ত্র-স্বরূপ এবং শ্রীগুরুকৃপাই মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র উপায়।
0 মন্তব্যসমূহ