Bhagavad Gita | শ্রীমদ্ভগবদগীতা (জগদীশ চন্দ্র ঘোষ) PDF
ভূমিকা :
হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি পঠিত ও আলোচিত গ্রন্থগুলির একটি শ্রীমদ্ভগবদগীতা (Bhagavad Gita)। মহাকাব্য ‘মহাভারত’ এর ‘ভীষ্ম পর্বের’ অন্তর্গত এই ৭০০ শ্লোকের রচনাটি যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রকে উপলক্ষ্য করে মানবজীবনের চিরন্তন প্রশ্নগুলিকে উদঘাটিত করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে অর্জুনের মনে যুদ্ধ সম্পর্কে যে দ্বিধা দেখা দেয় তা দূরা করতে সারথি রূপে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেন, তাই পরবর্তীকালে ‘শ্রীমদ্ভগবদগীতা (Bhagavad Gita)’ নামে বিখ্যাত হয়ে ওঠে।
শ্রীমদ্ভগবদগীতা (Bhagavad Gita) এর বিষয়বস্তু :
কর্ম, কর্মফল, নিষ্কাম কর্ম, স্বধর্ম, জ্ঞান, ভক্তি, যোগ- এই বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা করে শ্রীমদ্ভগবদগীতা (Bhagavad Gita)।
শ্রীমদ্ভগবদগীতা (Bhagavad Gita) হাজার হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশের মানুষকে আলোকিত করে চলেছে। এটি বিশ্বজুড়েও দর্শন, সাহিত্য ও আধ্যাত্মিক চিন্তায় গভীর প্রভাব ফেলেছে। সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ শ্লোকগুলির মাধ্যমে শ্রীমদ্ভগবদগীতা (Bhagavad Gita) জীবনের সারকথা বলে দেয়, তাই এর গুরুত্ব কখনো ক্ষুণ্ন হবে না।
Dawnload শ্রীমদ্ভগবদগীতা (Bhagavad Gita) :
শ্রীমদ্ভগবদগীতার (Bhagavad Gita) যতগুলো গ্রন্থ বাজারে পাওয়া যায় তার মধ্যে জগদীশ চন্দ্র ঘোষের ‘শ্রীগীতা’ গ্রন্থটি অত্যন্ত জনপ্রিয়। সকলের সুবিধার জন্যে শ্রীমদ্ভগবদগীতা (Bhagavad Gita) গ্রন্থটি PDF আকারে দেওয়া হলো।


1 মন্তব্যসমূহ
আমি জগদীশ চন্দ্র ঘোষের অনুবাদ শ্রী গীতা বৃহৎ সংস্করণ ওয়ার্ডার করে ছিলাম। কিন্তু মাত্র চারশো পৃষ্ঠার গীতা পার্সেল পেয়েছি। এটা বৃহৎ সংস্করণ নয়।মূল্য ও বেশি নিয়েছেন। এটাও কাম্য নয়।
উত্তরমুছুন